ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিনিয়র করেসপন্ডেন্ট

কলকাতায় ভেঙে পড়ল উড়াল সেতু, হতাহতের সম্ভাবনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
কলকাতায় ভেঙে পড়ল উড়াল সেতু, হতাহতের সম্ভাবনা

কলকাতা: কলকাতায় নির্মীয়মান বিবেকানন্দ উড়াল সেতু ভেঙে পড়েছে। এ ঘটনায় অনেক মানুষের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে।

উড়াল সেতুর তলায় আটকে আছে গাড়ি। অন্তত ১৫০ জন এখনও আটকে আছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (মার্চ ৩১) দুপুরে এ ঘটনার পর দুর্ঘটনাস্থলে আগুন লেগে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

চিৎপুর ট্রাম লাইনে দুপুরে সেতুটি ভেঙে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে দমকল বাহিনী।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, মার্চ ৩১ , ২০১৬
ভি.এস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।