ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ চলছে

কলকাতা: পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। সোমবার (০৪ এপ্রিল) পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

 

পুরুলিয়ার বেশ কিছু অংশ মাওবাদী অধ্যুষিত হওয়ায় এখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

একদিকে নির্বাচনের জন্য নির্দিষ্ট বুথগুলোতে কেন্দ্রীয় নিরাপত্তা নেওয়া হয়েছে, অন্যদিকে হেলিকপ্টারের মাধ্যমেও চলছে নজরদারি।

প্রাথমিক তিনটি জেলার কিছু কিছু এলাকা থেকে বিরোধী দলগুলোর তরফ থেকে কিছু অভিযোগ এসেছে। বেশ কয়েকটি ক্ষেত্রে তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।

সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। পুরুলিয়ার কিছু বুথে ভোটগ্রহণের সময় বাড়িয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, এপ্রিল ০৪,২০১৬
ভি.এস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।