কলকাতা: পশ্চিমবঙ্গে বামফ্রন্টের ভরাডুবি নিয়ে শরিকদলগুলোকে দায়ী করেছে বড় শরিক সিপিএমকে। পাশাপাশি দায়ী করা হয়েছে সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে।
তিনি অভিযোগ করে বলেন, ‘পশ্চিমবঙ্গে সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বেশ কিছু সিদ্ধান্ত ভুল ছিল। বিশেষ করে জমি অধিগ্রহণ নিয়ে। ’
আর এই জমি অধিগ্রহণ নিয়ে নন্দীগ্রামে গ্রামবাসীদের ওপর পুলিশের গুলি চালানোর তীব্র সমলোচনা করেছেন মানিক সরকার।
তিনি এ বিষয়ে বলেন, ‘এই পরিস্থিতি মোকাবিলা অন্যভাবে করা যেত। একইভাবে সিঙ্গুরে শিল্পের জন্য জমি অধিগ্রহণের কাজ আরও সময় নিয়ে কৃষকদের আবেগ ও অনুভূতিকে আরও গুরত্ব দেওয়া উচিত ছিল। ’
তবে শিল্প স্থাপনের ক্ষেত্রে বুদ্ধদেবের সঙ্গে তার নীতিগত বিরোধ নেই এও জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, জুলাই ১০, ২০১১