ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের মুশির্দাবাদে সরকারি হাসপাতালে ৪৮ ঘণ্টায় ২১ শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১১
পশ্চিমবঙ্গের মুশির্দাবাদে সরকারি হাসপাতালে ৪৮ ঘণ্টায় ২১ শিশুর মৃত্যু

কলকাতা: একের পর এক শিশু মৃত্যুর ঘটনা চলছে রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে। কলকাতার বিসি রায় হাসপাতালে ১৯ শিশুর মৃত্যুর পরে আবার মুর্শিদাবাদের দুটি হাসপাতালে ৪৮ ঘণ্টায় ২১ শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সকালেও মারা গেছে ৩ শিশু।

জঙ্গিপুর সদর হাসপাতালে ১০টি এবং বহরমপুর সদর হাসপাতালে ১১টি শিশুর মৃত্যু হয়েছে।

জঙ্গিপুরের হাসপাতালের সুপার শাশ্বত ম-ল বলেন, ‘যে শিশু মারা গেছে, তারা আলাদা-আলাদা রোগে মারা গেছে। এদের বয়স ১ দিন থেকে ৩-৪ মাস পর্যন্ত। এরা অত্যন্ত দুর্বল ছিল। ’

এই ঘটনায় বহরমপুর সদর হাসপাতালের সুপার কিছু বলতে অস্বীকার করেন। শিশুর মৃত্যুর প্রতিবাদে বহরমপুর হাসপাতালের সামনে কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ করেছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।