ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় ব্রডগেজ ট্রেনের রেকর্ড সংখ্যক টিকিট বিক্রি

সুদীপ চন্দ্র নাথ, আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, মে ১৮, ২০১৬
আগরতলায় ব্রডগেজ ট্রেনের রেকর্ড সংখ্যক টিকিট বিক্রি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আসাম পশ্চিমবঙ্গসহ দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের কারণে আগরতলা থেকে দক্ষিণ আসামের শিলচর এবং দেশের অন্যান্য রাজ্যের মধ্যে নিয়মিত ব্রডগেজ ট্রেন পরিষেবা চালু করতে পারছেনা উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর)।

তবে গত ২ মে (সোমবার) থেকে আগরতলা ও শিলচরের মধ্যে এনএফআর পরীক্ষামূলকভাবে দু’টি ট্রেন চালু করেছে।

এই ট্রেনের একটি প্রতিদিন স্থানীয় সময় সকাল ৯টায় আগরতলা রেলস্টেশন থেকে ছাড়ে ও সন্ধ্যা সাড়ে ছ’টার মধ্যে শিলচর পৌঁছায়। অপর ট্রেনটি সকাল ৯টায় শিলচর রেলস্টেশন থেকে ছেড়ে সন্ধ্যা সাড়ে ছ’টার মধ্যে আগরতলা পৌঁছায়।

পরীক্ষামূলক এ ট্রেন দু‍’টিকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহের শেষ নেই। প্রতিদিন ট্রেন দু’টিতেই যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।

আগরতলা রেলস্টেশন ম্যানেজার পি আর দাস বাংলানিউজকে জানান, শুধুমাত্র আগরতলা রেলস্টেশনে এখন দৈনিক গড়ে ৭০ হাজার রুপির (১ রুপি সমান ১.১৮ টাকা) টিকিট বিক্রি হচ্ছে। গত রোববার (১৫ মে) রেকর্ড সংখ্যক টিকিট বিক্রি হয়েছে। এদিন প্রায় ৯৮ হাজার রুপির টিকিট বিক্রি হয়েছে।

তিনি আরও জানান, আগামী শুক্রবারের (২০ মে) পর জানা যাবে নতুন করে আর কত সংখ্যক ট্রেন এ রুটে চালু করা হবে।

বাংলাদেশ সময়:  ১২৫৬ ঘণ্টা, মে ১৮, ২০১৬
জিসিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।