ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতাসহ তিন জেলায় পরিবহন ধর্মঘট শুরু

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১১
কলকাতাসহ তিন জেলায় পরিবহন ধর্মঘট শুরু

কলকাতা: জালানি তেলের দাম বাড়ায় ভাড়া বাড়ানোর দাবিতে কলকাতাসহ পশ্চিমবঙ্গের তিন জেলায় বৃহস্পতিবার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

এতে কার্যত অচল হতে চলেছে কলকাতা ও পার্শ্ববর্তী তিন জেলার পরিবহন ব্যবস্থা।



কলকাতার মিনিবাস ও ট্যাক্সির বেশ কয়েকটি সংগঠন এবং হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বাস ও মিনিবাস সংগঠনগুলো বৃহস্পতিবার এ ধর্মঘটের ডাক দিয়েছে।  

কয়েকদিন আগেই কলকাতার মিনিবাস ও ট্যাক্সির বেশ কয়েকটি সংগঠন এক দিনের প্রতীকী ধর্মঘটের ডাক দেওয়ার পর হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বাস ও মিনিবাস সংগঠনগুলো ধর্মঘট ঘোষণা করে।

কলকাতার বাস সংগঠনগুলো এখনই ধর্মঘটের পথে না গেলেও কলকাতায় চলাচলকারী বেশিরভাগ বাস পার্শ্ববর্তী জেলাগুলো থেকে আসা যাওয়া করে বলে ওই জেলাগুলোর পাশাপাশি কলকাতায় যাত্রী পরিবহন থমকে যাবে বলে মনে করা হচ্ছে।
 
এদিকে, কলকাতার ধর্মঘট নিয়ে বিভিন্ন পরিবহন সংগঠনের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।

একপক্ষ সরকারকে আরও কিছুদিন সময় দেওয়ার পক্ষপাতী হলেও অপর পক্ষ ধর্মঘটে যাওয়ার পক্ষে সওয়াল করে।

রাজ্য সরকার এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ না নিলে তারা ৭২ ঘণ্টা ধর্মঘট ডাকার হুমকি দেয় তারা।

অন্যদিকে ধর্মঘটের বিরোধিতা করেছে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু। তারা জানিয়েছে, তাদের পরিবহণ শ্রমিকরা এ ধর্মঘটে থাকছেন না।

রাজ্যের পরিবহণমন্ত্রী সুব্রত বক্সী এই হরতাল না করে আলোচনায় বসার আবেদন করেছেন সংগঠনগুলোর প্রতি।

ধর্মঘটের জন্য বৃহস্পতিবার সরকারি পরিবহণের সব ছুটি বাতিল করেছে রাজ্য সরকার। কলকাতা  বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষাও বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।