ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার শিক্ষামন্ত্রীর কুশপুতুল দাহ করলো এভিবিপি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, জুন ১, ২০১৬
ত্রিপুরার শিক্ষামন্ত্রীর কুশপুতুল দাহ করলো এভিবিপি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা সরকারের শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী ও ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি মিহির দেবের কুশপুতুল দাহ করলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এভিবিপি) সদস্যরা।

মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় এভিবিপি’র সদস্যরা রাজধানীর সিটি সেন্টারের সামনে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী ও ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি মিহির দেবের কুশপুতুল দাহ করে।

এভিবিপি’র সদস্যদের অভিযোগ ত্রিপুরা সরকারের শিক্ষা দফতরের দায়িত্বহীনতায় মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত-২০১৬ সালে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ভূতুড়ে ফল প্রকাশ করেছে। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতিও এর দায় স্বীকার করেছেন। শিক্ষা দফতর ও মধ্য শিক্ষা পর্ষদের বিরোধে প্রতিবাদ জানিয়ে কুশপুতুল দাহ করলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বলেও জানানো হয়।

এছাড়া এমন ফল প্রকাশের জন্য নানা সংগঠন প্রতিবাদ জানাচ্ছে।

বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, জুন ০১, ২০১৬
এসআরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।