ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় মৌমাছি পালনের প্রশিক্ষণ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৪ ঘণ্টা, জুন ২, ২০১৬
আগরতলায় মৌমাছি পালনের প্রশিক্ষণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা রাজ্যের বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করতে মৌমাছি পালনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

বুধবার(১ জুন) আগরতলার জেলআশ্রম রোডের প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী বিজিতা নাথ।

এ সময় বিধায়ক তথা খাদি ও গ্রামীণ শিল্প উদ্যোগ দফতরের চেয়ারপারসন গৌরী দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ শিবিরে হেজামারা ব্লক, মোহনপুর ব্লক, লেফুঙ্গা ব্লক, বামুটিয়া ব্লক, বিশালগড় ব্লক এবং মোহনপুর পুরপরিষদের অন্তর্গত এলাকার যুবক-যুবতীরা প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

৫দিন ব্যাপী এই প্রশিক্ষণ শিবির চলবে রোববার (৫ জুন) পর্যন্ত। খাদি ও গ্রামীণ শিল্প উদ্যোগ বোর্ড এবং উদ্যান দফতরের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জুন ০২, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।