ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মহানায়ক উত্তম কুমারকে স্মরণ করলো পশ্চিমবঙ্গ সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬

কলকাতা: কলকাতায় মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস পালন করলো পশ্চিমবঙ্গ সরকার। ‘উত্তম কুমার স্মরণে’ –শিরনামে এই অনুষ্ঠানে চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে কৃতীদের অসামান্য অবদানের জন্য সম্মানিত করা হয়।



পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় কলকাতার নজরুল মঞ্চে  শনিবার (২৩ জুলাই) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত পরিচালক বাপি লাহিড়ী, পরিচালক গৌতম ঘোষ, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, পরিচালক কৌশিক গাঙ্গুলিসহ বিশিষ্টদের সম্মান জানানো হয়।

মুখ্যমন্ত্রী তার ভাষণে বাঙলা চলচ্চিত্রের সুবর্ণ যুগের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙলা চলচ্চিত্রের শিল্পী পরিচালক এবং কলাকুশলীরা।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করান ইন্দ্রনীল সেন, রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য সহ বাঙলা গানের জগতের বিখ্যাত শিল্পীরা।

বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
ভিএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।