ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জ্বালানি তেল সংগ্রহে জোড়-বিজোড় নম্বর চালু হচ্ছে ত্রিপুরায়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
জ্বালানি তেল সংগ্রহে জোড়-বিজোড় নম্বর চালু হচ্ছে ত্রিপুরায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: রাজধানী দিল্লির মতো ত্রিপুরা রাজ্যেও জোড়-বিজোড় নম্বর চালু করছে রাজ্য সরকার। তবে দিল্লির মতো রাস্তায় যান চলাচলের জন্য নয়, জ্বালানি তেল সংগ্রহের ক্ষেত্রে এ নিয়ম চালু হতে যাচ্ছে।

 

জ্বালানি তেল সংকটের সমাধানে জোড়-বিজোড় নম্বর চালুর এ সিদ্বান্ত নিয়েছে ত্রিপুরা রাজ্য সরকার।

মঙ্গলবার (২৬ জুলাই) ত্রিপুরা সরকারের খাদ্য ও জন সংভরণ দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ জুলাই (বৃহস্পতিবার) থেকে এই ব্যবস্থা চালু হবে। এতে করে তেলপাম্পে দীর্ঘ লাইন কমবে।

ত্রিপুরা রাজ্যের একমাত্র ৪৪ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থার জন্য ত্রিপুরা রাজ্যে জ্বালানি তেলের চাহিদার মাত্র ৫০ শতাংশ যোগান দেওয়া সম্ভব হচ্ছে। এই অবস্থায় রাজ্য সরকার পেট্রোল, ডিজেলের রেশনিং ব্যবস্থা চালু করেছে।

বর্তমানে পশ্চিম জেলায় ১ লাখ ৪৩ হাজার নথিভুক্ত দ্বি-চক্র যান আছে বলে পরিবহন দফতর থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
জিসিপি/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।