ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মহাশ্বেতার মৃত্যুতে শিল্পী-সাহিত্যিকদের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
মহাশ্বেতার মৃত্যুতে শিল্পী-সাহিত্যিকদের শোক মহাশ্বেতা দেবী

কলকাতা: শক্তিমান বাঙালি সাহিত্যিক ও মানবাধিকার আন্দোলন কর্মী মহাশ্বেতা দেবীর মৃত্যুতে পশ্চিমবঙ্গের শিল্পী-সাহিত্যিকসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে কলকাতার বেলভিউ হাসপাতালে মহাশ্বেতার মৃত্যুর খবর পেয়ে ছুটে যান সেখানে ছুটে যান মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, ফিরাদ হাকিম ও ইন্দ্রনীল সেন।

হাসপাতালে ভিড় জমান শিল্পী-সাহিত্যিকসহ বিভিন্ন মহলের মানুষও।

এই খবর পেয়ে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, মহাশ্বেতার মৃত্যু আমার কাছে অভিভাবক হারানোর শামিল।

অভিনেত্রী ও নির্মাতা অপর্ণা সেন বলেন, মহাশ্বেতা দেবীর লেখনী এবং তার জীবন ছিলো একইরকম।

তৎক্ষণাৎ টুইট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও। দিল্লি সফর কাটছাঁট করে ফিরে এসে মুখ্যমন্ত্রী শোক বলেন, মহাশ্বেতার মৃত্যুতে গোটা বাংলায় শোকের ছায়া নেমে এসেছে।

‘তিনি চলে যাওয়া বাংলার একজন অভিভাবকের চলে যাওয়ার শামিল। মহাশ্বেতা দেবীর চলে যাওয়ার ফলে বাংলা সাহিত্যে এক অপূরণীয় ক্ষতি হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
ভিএস/জিসিপি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।