ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কবিগুরুর প্রয়াণ দিবস ঘিরে রাজ্য সরকারের একাধিক অনুষ্ঠান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১১
কবিগুরুর প্রয়াণ দিবস ঘিরে রাজ্য সরকারের একাধিক অনুষ্ঠান

কলকাতা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসকে ঘিরে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে রবীন্দ্র সার্ধশতবর্ষ উদযাপন সমিতির পক্ষ থেকে।

কমিটির সভাপতি নাট্যকার শাঁওলি মিত্র জানান, ২২ শ্রাবণ কবির প্রয়াণ দিবসকে স্মরণ করে কলকাতার রবীন্দ্র সদন চত্বরে শুরু হচ্ছে বইমেলা।

২৯ জুলাই, শুক্রবার থেকে ৯ আগস্ট পর্যন্ত এ মেলায় থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও।

তিনি আরও জানান, আগামী ৭-৯ আগস্ট রাজ্যজুড়ে কবিগুরুর স্মরণে নানা অনুষ্ঠান হবে। ২২ শ্রাবণ, ইংরেজির ৭ আগস্ট সকালে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, পার্ক সার্কাস ময়দান, হরিশ পার্ক ও কলেজ স্কয়ার  থেকে শুরু হবে শোভাযাত্রা।

‘আলোকফেরি’ নামে ওই শোভাযাত্রা এসে মিলিত হবে শহীদ মিনারে। শোভাযাত্রায় থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ কলকাতার বিশিষ্ট গুনীজনেরা।

এর পাশাপাশি ৭-৯ আগস্ট অ্যাকাডেমিতে রবীন্দ্রনাথের আঁকা কিছু ছবি নিয়ে চিত্রকলা প্রদর্শনী হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।