ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মধ্যপ্রদেশ রাজ্যের পৃথক সংগীত চালু নিয়ে বির্তক

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১১

কলকাতা: একটি রাজ্যের জন্য পৃথক সংগীত! এরকমই অভাবনীয় ঘটনা ঘটতে চলছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে। রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, এবার থেকে রাজ্যের সব সরকারি দপ্তর, স্কুল-কলেজে এই বিশেষ গানটি গাওয়া হবে।



মধ্যপ্রদেশের মন্ত্রী কে এল আগরওয়াল বলেছেন, ‘সংশ্লিষ্ট রাজ্যের মহিমা ব্যক্ত করতেই গানটি গাওয়া হবে। এই গানটি রাজ্যবাসীকে গর্বিত করবে। ’

এদিকে এই পৃথক গানটিকে ঘিরে তীব্র বির্তক শুরু হয়েছে রাজ্য জুড়ে।

কংগ্রেস বিধায়ক ব্রজেশ সিং বলেছেন, ‘একদিকে যখন আমরা জাতীয় সংহতির কথা বলি, তখন একটি রাজ্যের এরকম বিশেষ একটি গান কিন্তু সংহতিকে প্রশ্নের মুখে ফেলে দেয়। ’

মধ্যপ্রদেশের ক্যাথলিক অ্যাসোসিয়েশনের মুখপাত্র ফাদার আনন্দ এই গানটির বিরুদ্দে বলেছেন, ‘সারা দেশের মানুষ জাতীয় সংগীতের মাধ্যমে একাত্ববোধ করেন। একটি রাজ্যের পৃথক সংগীত সেই ভাবনাকে আঘাত করবে। ’

উল্লেখ্য, মধ্যপ্রদেশ সরকার দু’বছর আগে রাজ্যের স্কুলগুলিতে হিন্দু ধর্মীয় রীতি অনুসারে সূর্য প্রণাম ও প্রাণায়ম বাধ্যতামূলক করার কথা ঘোষণা দিয়েছিল, যা হাইর্কোট বাতিল করে দেয়। স্কুলে দুপুরে খাওয়ার সময় ভোজন মন্ত্র পড়ার প্রস্তাবেও বির্তক দেখা দিয়েছিল এই রাজ্যে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘন্টা, জুলাই ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।