ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নারী শক্তির আলোয় উদ্ভাসিত বাংলাদেশ বইমেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
নারী শক্তির আলোয় উদ্ভাসিত বাংলাদেশ বইমেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: বাংলাদেশ বইমেলার পঞ্চম দিনটি ছিলো নারী শক্তির আলোয় উদ্ভাসিত একটি দিন। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) মেলার মূল মঞ্চে ‘প্রকাশনায় নারী’ বিষয়ে একটি আলোচনার আয়োজন করা হয়।

মূল প্রাবন্ধিক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ইন্টিরিয়র ডিজাইনার ও লেখক নাজনীন মিমি।
 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফইজুল লতিফ চৌধুরী। বক্তব্য রাখেন- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনা সংস্থার কর্ণধার মাহরুখ মহিউদ্দিন ও ফারজানা ব্রাউনিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উপ-হাইকমিশনার জকি আহাদের স্ত্রী শিক্ষাবিদ লামিয়া রহমান আহাদ।
 
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ‘নবকল্লোল’ এবং ‘শুকতারা’ পত্রিকার সম্পাদক রূপা মজুমদার, ‘পত্রভারতী’ প্রকাশনা এবং ‘কিশোর ভারতী’ পত্রিকার সিইও চুমকি চট্টোপাধ্যায়, নবনীতা বসু প্রমুখ।
 
মূল প্রবন্ধে উঠে আসে অতীত থেকে বর্তমানে প্রকাশনার সঙ্গে নারীদের সম্পৃক্ততার কথা। নাজনীন মিমির গবেষণামূলক প্রবন্ধে প্রাচ্য ও প্রতীচ্যের নারী প্রকাশক এবং প্রকাশনা শিল্পের সঙ্গে নানা আঙ্গিকে নারীদের যোগের কথা উঠে আসে।
 
ফারজানা ব্রাউনিয়া তার বক্তব্যে নারী এবং পুরুষের যৌথ প্রচেষ্টার দিকটি তুলে ধরেন। ফইজুল লতিফ চৌধুরীও তুলে দরেন প্রকাশনা শিল্পে নারীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা।
 
মাহরুখ মহিউদ্দিন এবং রূপা মজুমদার প্রকাশনা ক্ষেত্রে নিজেদের অভিজ্ঞতা ব্যক্ত করে নারীর গুরুত্বপূর্ণ অবস্থানটি তুলে ধরেন।
 
সভাপতির বক্তব্যে লামিয়া রহমান আহাদ প্রকাশনা এবং সম্পাদনায় নারীদের কথা তুলে ধরেন।

তিনি বাংলাদেশ বইমেলা সফল করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান।

** বৃষ্টি উপেক্ষা করে বাংলাদেশ বইমেলায় পাঠক সমাগম
** হাজার বছরের গানের সুরে ভাসলো বাংলাদেশ বইমেলা
** গুণীজন সঙ্গ ও লালনের গানে সম্মোহিত বইমেলার সন্ধ্যা
** কলকাতায় বাংলাদেশ বইমেলার দ্বিতীয় দিন
** রবীন্দ্র সদনে বাংলাদেশ বইমেলা রূপ নিলো মিনি বাংলাদেশে

বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।