ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সৌর বিদ্যুৎ ব্যবহার শুরু কলকাতা মেট্রোতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
সৌর বিদ্যুৎ ব্যবহার শুরু কলকাতা মেট্রোতে

কলকাতা: পরিবেশ রক্ষা ও খরচ কমাতে কলকাতা মেট্রোতে সৌর বিদ্যুৎ ব্যবহার শুরু করলো মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো রেল সূত্রে এ খবর জানা গেছে।

 
 
কলকাতা মেট্রোর কবি সুভাষ ও মহানায়ক উত্তম কুমার স্টেশন দু’টিকে ‘গ্রিন স্টেশন’ হিসেবে চিহ্নিত করেছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো রেল স্টেশনের মধ্যেই এ বিদ্যুতের কিছু অংশ উৎপাদন করা হচ্ছে।  

মেট্রো কর্তৃপক্ষ ট্রেন চলাচলের বিদ্যুৎ সরবরাহ ছাড়া বাকি সব কাজ করছে নিজেদের তৈরি সৌর বিদ্যুৎ দিয়েই।
 
আরও একটি স্টেশনে সৌর বিদ্যুতের কাজ শুরু হয়ে গেছে। আগামী দিনে আরও কিছু স্টেশনে এ পদ্ধতি চালু হবে বলে মনে করা হচ্ছে।
 
দু’টি স্টেশনে সৌর বিদ্যুৎ ব্যবহারের ফলে মেট্রো কর্তৃপক্ষের হিসেবে প্রতিদিন বাতাসে ৬৮৬ মেট্রিক টন কার্বন-ডাই অক্সাইড কম মিশছে। পরিবেশবান্ধব এ প্রকল্পের ফলে বছরে বিদ্যুতের খরচ কমবে ৫০ লাখ রুপি।
 
মেট্রো কর্তৃপক্ষের এ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন কলকাতাবাসী। আরও কিছু স্টেশনে এ প্রকল্প বাস্তবায়িত হলে কলকাতা মেট্রো ভারতের মধ্যে পরিবেশ রক্ষায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।