ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর মহকুমা প্রশাসনিক বৈঠক সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর মহকুমা প্রশাসনিক বৈঠক সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: কাঞ্চনপুর মহকুমায় প্রশাসনিক বৈঠকের মধ্য দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের চার মহকুমা সফর শেষ হয়েছে।

শনিবার (০৫ নভেম্বর) উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমায় শেষ প্রশাসনিকটি বৈঠক হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর মহকুমা প্রশাসকসহ বিভিন্ন দফতর ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

বৈঠকে মহকুমার নানা উন্নয়নমূলক কাজের অগ্রগতিসহ বিভিন্ন সমস্যার বিষয়ে খোলামেলা আলোচনা করা হয়। পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে অবগত হন মুখ্যমন্ত্রী।

এর আগে মুখ্যমন্ত্রী মানিক সরকার দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমা, ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমা ও আমবাসা মহকুমায় বৈঠক করেন। হেলিকপ্টারে চেপে প্রতিদিন মহকুমা সদরে যান ও বৈঠক শেষে রাজধানী আগরতলায় ফিরে আসেন তিনি।

মুখ্যমন্ত্রীর বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব ওয়াই পি সিংসহ অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এসসিএন/এসআরএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।