ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নভেম্বর বিপ্লব উপলক্ষে ত্রিপুরা রাজ্যে কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
নভেম্বর বিপ্লব উপলক্ষে ত্রিপুরা রাজ্যে কর্মসূচি

আগরতলা: নভেম্বর বিপ্লবের শততম বর্ষ উপলক্ষে সোমবার (৭ নভেম্বর) ত্রিপুরা রাজ্য জুড়ে নানা কর্মসূচি পালন করে সিপিআই (এম) দল।

এদিন মূল অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলায়।

বিকেলে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এক সমাবেশের আয়োজন করা হয়।

সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটির  উদ্যোগে ‘পুঁজিবাদ উচ্ছেদ করে সমাজবাদ কায়েম কর’ শীর্ষক এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের পলিটব্যুরো সদস্য তথা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

তিনি বক্তব্য রাখতে গিয়ে নভেম্বর বিপ্লবের তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি বর্তমান পুঁজিবাদের সমালোচনা করে বলেন সমাজতন্ত্রই বিশ্বের আগামী দিনের একমাত্র পথ।  

এদিন সমাবেশে মানিক সরকার ছাড়াও বক্তব্য রাখেন দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর, নারী নেত্রী রমা দাস, ত্রিপুরার পরিবহন এবং বিদ্যুৎ দফতরের মন্ত্রী তথা শ্রমিক সংগঠন সিআইটিইউ’র নেতা মানিক দে প্রমুখ।

সমাবেশ শুরু আগে দলের কর্মী-সমর্থকরা বিভিন্ন এলাকা থেকে বড় বড় মিছিল নিয়ে সভাস্থলে প্রবেশ করেন।  

বাংলাদেশ সময়:২১১৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
এসসিএন/আরআই   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।