ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

লোকসভার সাংসদ পদ থেকে ২১ আগস্ট ইস্তফা দিচ্ছেন মমতা

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১১
লোকসভার সাংসদ পদ থেকে ২১ আগস্ট ইস্তফা দিচ্ছেন মমতা

কলকাতা: আগামী ২১ আগস্ট ভারতের লোকসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন মমতা ব্যানার্জি। ওই দিন তিনি লোকসভার স্পিকার মীরা কুমারের সঙ্গে দেখা করে এ পদত্যাগপত্র দেবেন বলে তৃণমূল সূত্রে জানা গেছে।



ভারতীয় সংসদীয় গণতন্ত্রের নিয়মানুসারে একই ব্যক্তি এক সঙ্গে বিধায়ক ও সাংসদ পদে থাকতে পারেন না। এ কারণেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা ব্যানার্জি কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন।

যেহেতু মমতা বিধানসভায় এখনও নির্বাচিত হননি সেহেতু তাকে মুখ্যমন্ত্রীর হওয়ার ছয় মাসের মধ্যে নির্বাচিত হয়ে আসার কথা। সেক্ষেত্রে তাকে সাংসদ পদ ছেড়ে বিধায়ক হতে হবে।

উল্লেখ্য, মমতা ব্যানার্জি ইস্তফা দিলে পুনর্নির্বাচন হবে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।