ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রোজভ্যালি মামলায় জামিন পেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, মে ১৯, ২০১৭
রোজভ্যালি মামলায় জামিন পেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়

কলকাতা: রোজভ্যালি’র আর্থিক প্রতারণা মামলায় জামিন পেয়েছেন ভারতের লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

জামিন দিলেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাসপোর্ট জমা রেখেছেন আদালত। তিনি কোনোভাবেই ভারত ছেড়ে বের হতে পারবেন না।

শুক্রবার (১৯ মে) উড়িষ্যা রাজ্য হাইকোর্ট এ জামিন মঞ্জুর করেন। গত জানুয়ারি মাসে তাকে গ্রেফতার করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

সুদীপ বন্দ্যোপাধ্যায় উড়িষ্যার ভুবনেশ্বর কারাগারে ছিলেন। দীর্ঘ প্রায় পাঁচমাস বন্দি থাকার পর ২৫ লাখ রুপির ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেন আদালত।

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে যথেষ্ট স্বস্তির বলে মনে করছে রাজনৈতিক মহল। খুশি দলের নেতাকর্মীরাও। বন্দি অবস্থায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে সরকারিভাবে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য দেয়নি তৃণমূল কংগ্রেস।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মে ১৯, ২০১৭
ভিএস/জিপি/এএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।