ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হাওড়া স্টেশনের ছাদে তৈরি হবে সৌর বিদ্যুৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, মে ২১, ২০১৭
হাওড়া স্টেশনের ছাদে তৈরি হবে সৌর বিদ্যুৎ হাওড়া স্টেশন

কলকাতা: কলকাতার হাওড়া স্টেশনের ছাদে বসবে সৌর বিদ্যুতের প্যানেল। এই প্যানেল থেকে প্রাথমিকভাবে তিন মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। পূর্ব রেলের কর্মকর্তা রবি মহাপাত্র জানিয়েছেন। হাওড়া স্টেশনের ২১টি প্লাটফর্মে ছাদেই বসানো হবে সৌর বিদ্যুতের প্যানেল। আগামী তিন মাসের মধ্যেই কাজ শুরু হবে।

এই প্রকল্প সফল হলে হাওড়া স্টেশনের ৫০-৬০ শতাংশ বিদ্যুতের চাহিদা সৌর বিদ্যুৎ থেকে মেটানো যাবে বলে মনে করা হচ্ছে। সৌর বিদ্যুতের খরচ পড়বে বাজারের থেকে বেশ কিছুটা কম।

ফলে একদিকে যেমন পরিবেশ রক্ষা হবে অন্যদিকে রেলের খরচও অনেকটাই কমবে।

এর আগে কলকাতার একাধিক মেট্রো স্টেশনে সৌর বিদ্যুতের ব্যবহার শুরু হয়েছে। হাওড়া স্টেশনে সৌর বিদ্যুতের ব্যবহার শুরু হলে সেটি হবে ভারতীয় রেলের একটি যুগান্তকারী পদক্ষেপ।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মে ২১, ২০১৭
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।