ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভবানীপুর উপনির্বাচনের প্রচারণা শেষ: রোববার নিবার্চন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১১
ভবানীপুর উপনির্বাচনের প্রচারণা শেষ: রোববার নিবার্চন

কলকাতা: কলকাতার ভবানীপুর উপনির্বাচনের শেষ দিনে শুক্রবার ব্যাপক প্রচারণা করলেন তৃণমূলের সাংসদ-বিধায়কেরা ও অন্যদিকে সিপিএমের নেতারা। আগামী রোববার এই কেন্দ্রটি উপনির্বাচন হবে।



এদিন ৭৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পক্ষ থেকে প্রচারে নামেন সাংসদ তাপস পাল এবং সাংসদ শতাব্দী রায়।   টলিউডের অভিনেত্রী শতাব্দী বলেন, ‘মমতা ব্যানার্জির জয় অবধারিত কেবল কত ভোটে জয়ী হন সেটাই দেখার। ’

৭০ নম্বর ওয়ার্ডে প্রচার শেষ করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদি, রাজ্যের পূর্ত ও পরিবহনমন্ত্রী সুব্রত বক্সি। বৃহম্পতিবার মমতা নিজে তার কেন্দ্র প্রচার করেন।

তিনি শম্ভুনাথ পণ্ডিত থেকে ইকবালপুরে প্রচারে যান। তিনি এক জনসভায় বলেন, ‘তার মায়ের ইচ্ছা পূরণ করতেই ভবানীপুর কেন্দ্রকে তিনি বেছে নিয়েছেন। ’

এদিকে, এদিন সিপিএম প্রার্থী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা নন্দিনী মুখার্জির হয়ে বামফ্রন্ট নেতারা প্রচারণা করেন।

৭৭ নম্বর ওয়ার্ডে প্রচার করেন বামফ্রন্টের সভাপতি বিমান বসু, মহম্মদ সেলিম, রবিন দে ও নন্দিনী মুখার্জি স্বয়ং। যাদবপুরের অধ্যাপিকা বলেন, ‘মমতা ব্যানার্জি দীর্ঘদিন সাংসদ হলেও তার নিজের এলাকার কোনো উন্নতি হয়নি। বিশেষত পটুয়াপাড়ার কথা তিনি উল্লেখ করেন।

ভারতীয় সময়: ১৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।