ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে অবাঞ্ছিত ফোন কল এবং এসএমএস বন্ধ হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১১
ভারতে অবাঞ্ছিত ফোন কল এবং এসএমএস বন্ধ হচ্ছে

কলকাতা: ভারতে এখন থেকে অবাঞ্ছিত এসএমএস ও ফোন কল থেকে মুক্তি পেতে চলেছেন গ্রাহকরা। এজন্য গ্রাহকদের ন্যাশনাল কাস্টমার প্রেফারেন্সে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে।



এ পরিষেবা পেতে সাধারণ গ্রাহকদের একটি এসএমএস পাঠাতে হবে। start লিখে ১৯০৯ নম্বরে। আর তাতেই মিলবে মুক্তি।

টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই) ভারতের সব ক‘টি টেলি কোম্পানিগুলোর ওপর নতুন এ বিধিনিষেধ আরোপ করেছে।

এখন একটি সিম থেকে দেনিক ১০০টির বেশি এসএমএস করা যাবে না। নিষেধাজ্ঞা জারি হয়েছে বাল্ক এসএমএস’র ওপরও। নতুন এ বিধি-নিষেধ গত মঙ্গলবার থেকেই চালু হয়েছে।

তবে ট্রাই-এর এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন টেলি-মার্কেটিং সংস্থা।

সেলুলার অপারেটিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (সিওএআই) জেনারেল ডিরেক্টর রঞ্জন এস মাথাই অভিযোগ করে বলেন, নতুন এ বিধিনিষেধে সমস্ত টেলিমার্কেটিংয়ে প্রভাব পড়বে।

 এ ব্যাপারে খুব শিগগিরই ট্রাই-এর কাছে আবেদন করা হবে বলে মাথাই জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।