ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দার্জিলিং দিয়ে জেলা সফর শুরু মমতার

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১১
দার্জিলিং দিয়ে জেলা সফর শুরু মমতার

কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোমবার দার্জিলিং সফর শুরু করেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে এদিন তিনি প্রথম পা রাখলেন পাহাড়ে।

কারণ জিটিএ বিল সুখনায় স্বাক্ষরিত হয়। ১১ অক্টোবর তিনি দার্জিলিংয়ে পর্যটন মেলার উদ্বোধন করবেন।

এদিন দুপুরে কলকাতা থেকে বিমানে বাগডোগরায় পৌঁছান তিনি। সেখান থেকে সড়ক পথে মিরিক হয়ে দার্জিলিংয়ে যান তিনি।

এরপর বিকেলে লেপচা জনজাতির সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করেন।

মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মুকুল রায় ও কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়।

গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশান গিরি টেলিফোনে বাংলানিউজকে বলেন, ‘তারা মুখ্যমন্ত্রীর কাছে ভূমিকম্প বিধ্বস্ত এলাকার জন্য প্যাকেজ চাইবেন। ’

ভূমিকম্পে কার্সিয়াং দারুণভাবে ক্ষতি হয়েছে বলে এদিন দাবি করেন রোশন গিরি।

দার্জিলিংয়ের পর ১২ ও ১৩ অক্টোবর তিনি তরাইয়ে পর্যটন মেলায় যাবেন।

উত্তরবঙ্গে সফরের পরে তিনি ১৫ অক্টোবর জঙ্গলমহলে যাবেন। এখানে মাওবাদীদের সমস্যা ও এলাকার কর্মীদের উৎসাহ দিতে মুখ্যমন্ত্রী এ সফর করবেন।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।