আগরতলা: মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন এবছর থেকে পালান করা হবে গোটা দেশ জুড়ে। ১১ নভেম্বর তার জন্মদিন পলিত হবে “শিক্ষা দিবস” হিসাবে।
বৃহস্পতিবার মহাকরণে এ কথা জানান ত্রিপুরার বিদ্যালয় শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী।
১১ নভেম্বর “শিক্ষা দিবস”এর জাতীয় স্তরে মূল অনুষ্ঠান টি হবে হরিয়ানায়। ঐ দিন দেশব্যাপী “শিক্ষা কা হক” নামে একটি জাতীয় কর্মসূচি চালু হচ্ছে। কন্দ্রীয় শিক্ষা অধিকার আইন ২০০৯ অনুযায়ী ৬-১৪ বছর পড়যন্ত শিক্ষা বাধ্যাতামুলক এবং অবৈতনিক। এই বিষয়টি কে প্রচারে নিয়ে যাবার জন্যই শুরু হচ্ছে “শিক্ষা কা হক” কর্মসূচি।
প্রধানমন্ত্রী মনমোহন সিং ঐ দিন একটি বার্তা দেবেন। যা সারা দেশের সবকটি স্কুলে পাঠ করে শোনানও হবে। ত্রিপুরাতেও দিনটি যথাযথ ভাবে পালিত হবে বলে জানিয়েছেন মন্ত্রী তপন চক্রবর্তী।
৫ সেপ্টেম্বর ভারতের সর্বত্র পলিত হয় শিক্ষক দিবস হিসাবে। ঐ দিন ডঃ সর্বপ্ললি রাধাকৃষ্ণানের জন্মদিন, তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি। এ বছর থেকে পালিত হবে প্রথম শিক্ষামন্ত্রীর জন্মদিনও।
বাংলাদেশ সময়: ১৬২০ঘণ্টা, অক্টোবর ২১, ২০১১