ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিঙ্গুরের জমি সংক্রান্ত মামলায় শুনানি জটিলতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১১

কলকাতা: পশ্চিমবঙ্গ সরকার ও টাটা মোটরসের মধ্যে সিঙ্গুর জমি মামলার শুনানিতে জটিলতা দেখা দিয়েছে। এর ফলে মামলাটি এবার পাঠান হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে।



মঙ্গলবার রাজ্য সরকারের পক্ষে কল্যাণ ব্যানার্জিসহ আইনজীবীরা বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্তের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠায় আপত্তি জানান।

এদিন তারা দাবি করেন, সিঙ্গুর মামলা শোনার এক্তিয়ার নেই ডিভিশন বেঞ্চের। এরপরই মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেয় ডিভিশন বেঞ্চ।

আশা করা হচ্ছে প্রধান বিচারপতি জে এন প্যাটেলের বেঞ্চেই এ মামলার শুনানি শুরু হবে।

উল্লেখ্য, সিঙ্গুর মামলার আইন বৈধ। এই মর্মে গত ২৮ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ রায় দেয়।

সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানায় টাটা মোটরসের আইনজীবী সমরাদিত্য পাল। যদিও গতকাল মামলাটি শুধুমাত্র নথিভুক্ত করা হয়।

আজ (মঙ্গলবার) থেকেই ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হওয়ার কথা ছিল।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ০১,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।