ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

খেজুরিতে তৃণমূলকর্মী খুনে অভিযুক্ত সিপিএম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, নভেম্বর ৮, ২০১১

কলকাতা: পূর্ব মেদিনীপুর জেলায় সন্ত্রাসীদের হাতে খুন হলেন এক তৃণমূল কর্মী। নিহতের নাম নেপাল গিরি।

ঘটনাটি ঘটেছে খেজুরির এক নম্বর ব্লকের দক্ষিণ কলমদাস গ্রামে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

স্থানীয় প্রশাসন সুত্রে জানা গেছে, গত সোমবার রাত থেকেই নিখোঁজ ছিলেন নেপাল গিরি। মঙ্গলবার সকালে ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার হয়। মৃতের গলায় ধারালো অস্ত্রের চিহ্ন ছিল।

তৃণমূলের দাবি, সম্পূর্ণ রাজনৈতিক কারণে খুন হয়েছে নেপাল। তাদের অভিযোগ, গোটা ঘটনার সঙ্গে জড়িত রয়েছে সিপিএম।

যদিও তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় সিপিএম নেতৃত্ব। তাদের পাল্টা অভিযোগ, গোষ্ঠী কোন্দলে মৃত্যু হয়েছে ওই তৃণমূল কর্মীর।

বাংলাদেশ সময়: ১১৬৩৮ ঘন্টা, নভেম্বর ৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।