আগরতলা (ত্রিপুরা) : আগামীকাল বৃহস্পতিবার রাজ্য সফরে আসছেন কংগ্রেসের যুব নেতা রাহুল গান্ধী। তার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
এরই মধ্যে রাজ্যের কংগ্রেসের কর্মীদের মধ্যে দারুণ উৎসাহ নজরে পড়ছে। রাজধানী আগরতলা এবং যে দুটি জায়গায় রাহুল গান্ধী সমাবেশ করবেন তা সাজিয়ে তোলা হয়েছে দলীয় ফ্ল্যাগ এবং ব্যনারে।
রাহুল গান্ধী উদয়পুর এবং কৈলাসহর এ দুটি জায়গায় জনসভায় ভাষণ দেবেন।
রাহুল গান্ধী আসার বেশ কয়েক দিন আগেই দিল্লি থেকে রাজ্যে চলে এসেছেন বিশেষ নিরাপত্তা কর্মীরা (এস পি জি)।
বুধবার তারা নিরাপত্তার সমস্ত খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখেন। সভাস্থল দুটির সম্পূর্ণ দায়িত্ব এস পি জি নিজের হাতে নিয়ে নিয়েছে। দেওয়া হয় বেশ কয়েকবার মহড়াও।
রাহুল গান্ধীর ৮ নভেম্বর ত্রিপুরায় আসার কথা ছিল। কিন্তু ওই সফর বাতিল হয়।
রাজ্য কংগ্রেস দল গোষ্ঠী কোন্দলে জর্জরিত থাকলেও রাহুলের সফর ঘিরে নেতারা নিজেদের ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরতে চাইছে।
আগামী ১৫ মাস পর ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো।
এরই মধ্যে রাজ্যের প্রধান রাজনৈতিক দল সিপিআই (এম) তাদের দলের বিভিন্ন স্তরের সন্মেলনের মধ্য দিয়ে ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে।
কংগ্রেসেরও মাঝারী স্তরের নেতারা বেশ কয়েকবার ত্রিপুরা সফর করে গেছে এর মধ্যে। এদিক থেকে রাহুল গান্ধীর এবারের সফর বেশ গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১১