ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি হলেন ত্রিপুরার শুভাশিস

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১১
গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি হলেন ত্রিপুরার শুভাশিস

আগরতলা (ত্রিপুরা): গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি হিসাবে শপথ নিলেন ত্রিপুরার বাসিন্দা শুভাশিস তলাপাত্র।

মঙ্গলবার ত্রিপুরা হাইকোর্টের অষ্টম বিচারপতি হিসেবে শুভাশিস তলাপাত্র শপথ নেন।



এ উপলক্ষে গুয়াহাটিতে মঙ্গলবার সকালে গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি এ কে গোয়েল তাকে শপথ বাক্য পাঠ করান। এর পরই শুভাশিস তলাপাত্র তার কার্যভার গ্রহণ করেন।

গত শুক্রবার শুভাশিস তলাপাত্রকে গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগপত্রে সাক্ষর করেন রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাতিল।

ত্রিপুরার ছেলে শুভাশিস তলাপাত্র বিচারপতি হওয়ায় খুশি এখানকার বিভিন্ন পেশার লোকজন।

শুভাশিস তলাপাত্র রাজ্যে একজন বিশিষ্ট আইনজীবী হিসাবে পরিচিত। গত ২১ বছর যাবত তিনি এ পেশার সাথে যুক্ত। আইনজীবী ছারাও তার পরিচিতি শিল্প সংস্কৃতি এবং নাট্য জগতেও।

বাংলাদেশ সময়: ০০১৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।