কলকাতা: রাজ্যের মাওবাদীদের সঙ্গে মধ্যস্থতাকারীদের শান্তি প্রক্রিয়া চালিয়ে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
তিনি শনিবার সন্ধ্যায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকের পর মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান মধ্যস্থতাকারীদের দলনেতা মানবাধিকারকর্মী সুজাত ভদ্র।
সম্প্রতি মধ্যস্থতাকারীরা দায়িত্ব থেকে অব্যাহতি চাওয়ার পর শনিবার মহাকরণে তাদের ৬ সদস্যের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ছিল বিশেষ তাৎর্পর্যপূণ।
বৈঠকে মধ্যস্থতাকারীদের মধ্যে সুজাত ভদ্র ছাড়াও উপস্থিত ছিলেন প্রসূন ভৌমিক, অশোকেন্দু সেনগুপ্ত, কল্যাণ রুদ্র ও ছোটন দাস।
রাজ্য সরকারের পক্ষে মুখ্যমন্ত্রীসহ ছিলেন শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি, শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু ও মুখ্যচিব সমর ঘোষ।
বৈঠক সূত্র জানায়, আলোচনার শুরুতেই মধ্যস্থতাকারীদের পক্ষে সুজাত ভদ্র দায়িত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন।
মুখ্যমন্ত্রী তাদের বলেন, তাদের প্রতি পূর্ণ আস্থা আছে সরকারের। তারা মনে করেন এ কমিটিই জঙ্গলমহলে শান্তি ফিরিয়ে আনতে সমর্থ হবে। নতুন কমিটির প্রয়োজন নেই।
এরপরই মধ্যস্থতাকারীদের যৌথবাহিনীর অভিযান বন্ধ করার কথা বলেন।
মুখ্যমন্ত্রী বলেন, এটা আইনশৃঙ্খলার বিষয়, তাই অভিযান বন্ধ করা হবে না। অভিযান হবে সুশৃঙ্খল। গ্রামবাসীদের ওপর অত্যাচার করা হবে না। পাশাপাশি চলবে উন্নয়নকাজ।
বৈঠক শেষে সুজাত ভদ্র বলেন, মুখ্যমন্ত্রী তাদেরই সঠিক মধ্যস্থতাকারী বলে মনে করেন এবং তাদের ওপর সরকারের আস্থা আছে বলেও তিনি দাবি করেন। তাই তিনি আলোচনাও চালিয়ে যেতে বলায় তারা আবারও নতুন করে সব পক্ষের সঙ্গে যোগাযোগ করে মধ্যস্থতা চালিয়ে যাবেন।
ভারতীয় সময়: ২৩৪০ ঘন্টা, নভেম্বর ১৯, ২০১১