ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় আরও ছয়টি নতুন মহাবিদ্যালয়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১১

আগরতলা (ত্রিপুরা) :  রাজ্যে নতুন করে আরও ছয়টি সাধারণ ডিগ্রি কলেজ খোলা হচ্ছে। আগামী শিক্ষা বছর অর্থাৎ আগামী বছর জুন মাস থেকেই নতুন কলেজগুলোতে শুরু হবে পঠন পাঠন।

এ খবর জানিয়েছেন ত্রিপুরার উচ্চ শিক্ষা দপ্তরের সচীব কিশোর আম্বুলি।

নতুন যেসব এলাকায় কলেজ খুলছে সেগুলো হল, বিশালগড়, মোহনপুর, শান্তিরবাজার, তেলিয়ামুড়া, লংতরাইভ্যালি এবং কাঞ্চনপুর।

রাজ্যে বর্তমানে ডিগ্রি কলেজ রয়েছে ১৬টি। নতুন কলেজ খোলা হলে সংখ্যাটি বেড়ে হবে ২২ টি।

জানা গেছে, প্রাথমিক অবস্থায় শুধুমাত্র কলা বিভাগ দিয়েই ক্লাশ শুরু হবে কলেজগুলোতে। পরবর্তী সময়ে ধাপে ধাপে অন্য বিভাগ চালু করা হবে নতুন কলেজগুলোতে।

কিশোর আম্বুলি জানান, বিশালগড়, মোহনপুর, তেলিয়ামুড়া এবং কাঞ্চনপুর এই চারটি জায়গায় কলেজের জন্য বাড়ি নির্মাণের কাজ প্রায় শেষ। এছাড়া নতুন ছয়টি কলেজের জন্য প্রয়োজনীয় কর্মীর শূন্যপদও তৈরি করে রাখা হয়েছে।

রাজ্যের প্রতিটি মহকুমায় কমপক্ষে একটি করে সাধারণ ডিগ্রি কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। বর্তমানে রাজ্যে মহকুমা রয়েছে ২৩টি।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।