ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অগ্নিকাণ্ডের পর ত্রিপুরার সন্তোষ দাসের খোঁজ নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১১

কলকাতা: ভারতের উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরার সন্তোষ দাসের এখনও খোঁজ পাওয়া যায়নি। ভয়াবহ সেই রাতে তিনি ছিলেন কলকাতার বেসরকারি হাসপাতাল এএমআরআইতে ভর্তি।

রোগী সন্তোষ দাসের পরিবার এখনও জানেন তিনি জীবিত না মৃত।

রোবরার নিখোঁজ সন্তোষ দাসের ভাই পরিতোষ দাস বাংলানিউজকে বলেন, গত ১ ডিসেম্বর দাদাকে নিয়ে তারা হাসপাতালে ভর্তি করান। আগরতলায় একটি সড়ক দুর্ঘটনায় তিনি মাথায় ও পায়ে আঘাত পেয়েছিলেন। তাকে রাখা হয়েছিল ভবনটির দোতলায়।

তিনি বলেন, ‘শুক্রবার ও শনিবার নিহত ও আহতদের যে তালিকা দেওয়া হয়েছে তাতে তার নাম নেই। পিজি হাসপাতালে মর্গে একটি লাশ তাদের দেখানো হয়েছিল, কিন্তু ওটি দাদার লাশ নয়। পুলিশ আমাদের হাসাপাতাল সংলগ্ন লেক থানায় যেতে বলেছে। সেখানে খোঁজ করে দেখব যদি কিছু পাওয়া যায়। ’

এদিকে, মৃত্যুর মিছিল ক্রমাগত বেড়েই চলছে। শনিবার অ্যাপোলো হাসপাতালে ভর্তি ইমরান খান (২০) নামে আর একজন রোগীর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্য্ এখন ৯১ জন।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।