ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজধানী হারানো কলকাতার ১০০ বছর

সুকুমার সরকার, এডিশনাল আউটপুট এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১১
রাজধানী হারানো কলকাতার ১০০ বছর

ঢাকা: ইতিহাসের অন্যতম একটি দিন ১২ ডিসেম্বর। তবে ফিরে যেতে হবে ১০০ বছর আগে।

অবিভক্ত ভারতে বাঙালিদের জন্য এদিনটি কষ্টের-বেদনার। কেননা কলকাতা হারিয়েছিল তার রাজকীয় মর্যাদা।
 
সেই ইতিহাসের ১০০ বছর আগে ১৯১১ সালের ১২ ডিসেম্বর রাজা পঞ্চম জর্জ ঘোষণা করেছিলেন কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়া হবে  ভারতের রাজধানী। এরআগে কলকাতা ছিল অবিভক্ত বৃটিশ ভারতের রাজধানী।

১৬৯০ সালে ইস্ট ইন্ডিয়া কেম্পানির এজেন্ট জব চার্নকের উদ্যোগে  ৩টি গ্রাম সূতানটি, গোবিন্দপুর ও কলকাতা নিয়ে বাণিজ্য বন্দর হিসেবে গড়ে ওঠে এই কলকাতা। ধীরে ধীরে কলকাতা বৃহৎ পরিসরে বেড়ে উঠেছে।

তার আগে এই অবিভক্ত বাঙলার রাজধানী ছিল কলকাতা থেকে ৬০ কিলোমিটার উত্তরে মুর্শিদাবাদ। ষড়যন্ত্রের শিকার হয়ে ১৭৫৭ সালে নবাব সিরাজ-উদ-দৌল্লা রাজ্য হারান। মসনদে বসে বেনিয়া ইংরেজ।  
 
তবে তারও আগে অর্থাৎ ১৫৩০ সালে কলকাতার অদূরে হুগলীনদীর তীরে চন্দননগরে পর্তুগিজরা বন্দর গড়ে তোলে। অর্থাৎ তাদেরও লক্ষ্য অবিভক্ত বাঙলায় ব্যবসা করা- শাসন নয়।

১৭৭২ সালে ইংরেজরা ভারতের রাজধানী হিসেবে কলকাতাকে বেছে নেয়। ১৩৯ বছর কলকাতায় বসে পুরো ভারত শাসন করেছে ইংরেজরা।  

১৯৩০ সালের ১২ ডিসেম্বর কলকাতা থেকে ভারতের রাজধানী সরে গেল দিল্লিতে । ইংরেজের  কড়া শাসনের ভয়ে বাঙালিরা নিশ্চুপ। রাজধানী চলে গেল দিল্লিতে। কলকাতার রাজধানী হারানোর আজ ১০০ বছর। তবে এনিয়ে রাজকীয় অনুষ্ঠান হয়েছিল দিল্লিতে। অনুষ্ঠান উপলক্ষে  জামে মসজিদ অভিমুখে বেড়িয়েছিল রাজকীয় বর্ণাঢ্য মিছিল।

ওই অনুষ্ঠানেই পঞ্চম জর্জের মাথায় পরিয়ে দেওয়া হয় ভারত সম্রাটের মুকুট।  
 
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।