ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এবার সাংবাদিকদের ওপর হামলা চালাল এমআরআই কর্মীরা

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১১

কলকাতা: একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটেছে কলকাতায়। ব্রডস্ট্রিটের মেডিভিউ হাসপাতালের পর এবার অভিশপ্ত এমআরআই হাসপাতালে।

মঙ্গলবার হাসপাতাল কর্মীদের আক্রমণে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

ঘটনার সূত্রপাত দুপুর ১২টা নাগাদ। হঠাৎ করেই দুপুর পৌনে বারোটায় এদিন হাসপাতাল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী আসেন ব্যানার্জি।

এ সময় হাসপাতালের কর্মীরা নিজেদের চাকরি হারানোর ভয়ের কথা মুখ্যমন্ত্রীকে জানান।

কর্মীদের দাবি, তাদের ব্যবস্থাও রাজ্য সরকারকে নিতে হবে। এরপরই উত্তেজিত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগে আমাদের কাজ করতে দিন। পরে আপনাদের কথা ভাবা যাবে।

তিনি বলেন, ‘এতগুলো লোককে খুন করা হয়েছে। সেই সময় আপনারা কোথায় ছিলেন? লজ্জা করে না আপনাদের?’

এর কিছুক্ষণ পরই মুখ্যমন্ত্রী বেরিয়ে যান। এরপরই হাসপাতালের কর্মীদের সমস্ত রাগ গিয়ে পড়ে সংবাদ মাধ্যমের উপর।

কর্মীদের অভিযোগ, সংবাদ মাধ্যমের প্ররোচনায় রাজ্য সরকার এমআরআই হাসপাতালের লাইসেন্স বাতিল করে দিয়েছে। তাদের কর্মসংস্থান চলে গিয়েছে- এ অভিযোগেই সাংবাদিকদের উপর ব্যাপক লাঠি চালায় হাসপাতাল কর্মীরা। এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হন।

সম্প্রতি এমআরআইতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯২ ব্যক্তি প্রাণ হারান।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ১২,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।