ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গ বিধানসভায় বামদের ওয়াকআউট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১১

কলকাতা: সারের মূল্যবৃদ্ধি, কৃষকদের আত্মহত্যাসহ বেশ কিছু ইস্যুকে কেন্দ্র করে সোমবার উত্তাল হয়ে উঠল রাজ্য বিধানসভার অধিবেশন।

এদিন প্রশ্নোত্তর পর্ব শেষে বিরোধী দলনেতা ও সিপিএমের নেতা সূর্যকান্ত মিশ্র সারের মূল্যবৃদ্ধি, চাষীদের ধানের সঠিক মূল্য না পাওয়াসহ বিভিন্ন ইস্যুতে মুলতবি প্রস্তাব আনতে চান।



কিন্তু স্পিকার বিমান ব্যানার্জি সেই আবেদন নাকচ করে দেন। এরপর বামফ্রন্টের বিধায়করা বিধানসভার ওয়েলে নেমে এসে বিক্ষোভ দেখাতে থাকেন।

পরে সারাদিনের মতো বিধানসভা ওয়াক আউট করেন বামফ্রন্টের বিধায়করা।

বাংলাদেশ সময়: ১৪২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।