ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিষমদ, জলে বিষ মিশানোর গুজব: সিপিএমকে দায়ী করলেন মমতা

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১১

কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার বিষমদ কাণ্ড থেকে শুরু করে জলে বিষ মেশানোর গুজব। এই সব ঘটনার জন্য সিপিএমকেই সরাসরি দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।



বৃহস্পতিবার বিধানসভায় তিনি অভিযোগ করে বলেন, রাজ্যে মানুষ খুনের চক্রান্ত করছে বিরোধীরা। খুনের রাজনীতি করছে সিপিএম। রাজ্যে দাঙ্গা বাধানোর চেষ্টা করছে তারা। ভবিষ্যতে রাজ্যে কোথাও কোনও ঘটনা ঘটলে তার জন্য সিপিএমই দায়ী থাকবে।

মুখ্যমন্ত্রীর এই অভিযোগের আগেই জনস্বাস্থ্য কারিগরীমন্ত্রী সুব্রত মুখ্যার্জি এদিন বিধানসভায় বলেন, নোদাখালির একটি জল প্রকল্পে বিষ মেশানোর গুজব রটানো হচ্ছে। আর এই গুজব রটাচ্ছে সিপিআইএম।

এর পরেই বিধানসভার ভবনে এক সাংবাদিক বৈঠকে সুব্রত মুখার্জির এই বক্তব্যকে সমর্থন জানান মুখ্যমন্ত্রী।

শুধু জলে বিষ মেশানোর গুজবই নয়, রাজ্যে বিষমদ কাণ্ড থেকে শুরু করে মিড ডে মিলে বিষক্রিয়া, সব ঘটনার জন্যই সিপিআইএমের দিকে অভিযোগের আঙুল তুলেছেন এদিন মুখ্যমন্ত্রী।

এদিকে মুখ্যমন্ত্রীর এই অভিযোগের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী বামফ্রন্ট। মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের পরই রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বলেন, মুখ্যমন্ত্রীর এই বক্তব্য দুর্ভাগ্য ও কলঙ্কজনক। তার এই আচরণ নজিরবিহীন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।