ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আন্দামানে আটক বড়দিনের পর্যটকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১১

কলকাতা: ভারতের দক্ষিণ-পূর্ব জলসীমায় আন্দামান দ্বীপপুঞ্জের হ্যাভলস দ্বীপে ছুটি কাটাতে গিয়ে ব্যাপক ঝড় বৃষ্টিতে আটকে পড়েছেন বহু পর্যটক।

 রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, এর মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন পর্যটক রয়েছেন।

গত তিনদিন ধরেই তারা আটকে রয়েছেন।

সূত্র আরও জানিয়েছে, গত তিন ধরে আন্দামানের হ্যাভলস দ্বীপে শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি। বড় দিনের ছুটি কাটাতে এসে প্রায় ১শ ৫০ পর্যটক আটকে পড়েছেন।

এর মধ্যে পশ্চিমবঙ্গের রয়েছেন বেশ কয়েকজন। পানীয় জল, খাবার এবং ওষুধ পাওয়া যাচ্ছে না বলে তাদের তরফে অভিযোগ জানানো হয়েছে।

এদিকে রাজ্যের পর্যটকদের ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্টের নিমাই পান্ডে দিল্লির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।

তবে আবহাওয়া খারাপ থাকায় আকাশপথ বা জলপথ, কোনওভাবেই উদ্ধারকার্য চালানো সম্ভব হচ্ছে না। পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে রাজ্য প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।