ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যপালকে স্মারকলিপি দিল ছিটমহল কমিটি

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১১

কলকাতা: ভারত-বাংলাদেশের মধ্যে বিদ্যমান ছিটমহল সমস্যার সমাধানে এবার কোচবিহার জেলায় সফররত পশ্চিমবঙ্গের রাজ্যপাল এমকে নারায়ণনের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দিয়েছে ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি।

কোচবিহার জেলায় অবস্থিত বাংলাদেশি ছিটমহল পোয়াতুর কুঠির দুই বাসিন্দা মনসুর আলি, তাপারা বর্মন ও ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি সহ-সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত সোমবার রাজ্যপালের সঙ্গে দেখা করেন।



মঙ্গলবার কোচবিহার থেকে বাংলানিউজকে এ খবর জানিয়েছেন কমিটির সহ-সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত।

এদিন তিনি বলেন, আমরা ছিটমহল বিনিময়ের কাজ দ্রুত সমাধান করতে মাননীয় রাজ্যপালের হস্তক্ষেপ কামনা করেছি। তাকে জানিয়েছি রাজনৈতিক সদিচ্ছার অভাবে এ সমস্যার এখনও সমাধান হয়নি।

এদিন রাজ্যপাল এমকে নারায়ণকে তারা একটি স্মারকলিপি দিয়েছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।