ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় হকার উচ্ছেদ নিয়ে বিক্ষোভ, অবরোধ

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৩, জানুয়ারি ৩, ২০১২
কলকাতায় হকার উচ্ছেদ নিয়ে বিক্ষোভ, অবরোধ

কলকাতা: পুলিশের পক্ষ থেকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়াল কলকাতার পিজি হাসপাতাল চত্বরে। এদিন সকালে এই উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ দেখায় হকার সংগ্রাম কমিটি।

তাদের বিক্ষোভ ও অবরোধে ব্যপক যানজটের সৃষ্টি হয়।

এদিন সকালে কলকাতা পুলিশের পক্ষ থেকে পিজি হাসপাতাল চত্বর ও হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অবৈধ হকারদের উচ্ছেদ অভিযান চলে। আগে থেকে ওই হকারদের সরে যাওয়ার কথা বলা হলেও তারা না সরায় এই উচ্ছেদ অভিযান চালানো হয় বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

যদিও উচ্ছেদ হওয়া হকাররা দাবি করেন, তাদের কোন কিছু না জানিয়েই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এর ফলে তাদের রুটি রুজি বন্ধ হয়ে যাবে।

এর প্রতিবাদে উচ্ছেদ হওয়া হকার ও তাদের পরিবারের লোকেরা হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বিক্ষোভ অবরোধে শামিল হন।

পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।

মুখ্যমন্ত্রী বলেন, ‘সিপিএমের পক্ষ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে ওই হকারদের ওই স্থানে বসানো হয়েছে। হকারদের জ্বালানো আগুন থেকে পাশেই হাসপাতাল ও স্কুলে বিপদ দেখা দিতে পারে। সে কথা মাথায় রেখেই এই হকার উচ্ছেদ চালানো হয়েছে। ওই এলাকার হকারদের হকার জোনে বসার জন্য বলা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।