ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘প্রিয়রঞ্জন দাসমুন্সিকে হত্যার চক্রান্ত করেন তার স্ত্রী’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১২
‘প্রিয়রঞ্জন দাসমুন্সিকে হত্যার চক্রান্ত করেন তার স্ত্রী’

কলকাতা: রাজ্যের শাসক জোটের দুই শরিক তৃণমুল ও কংগ্রেসের মধ্যে বিবাদের পারদ ক্রমাগত চড়ছে। বুধবার বর্ধমান শহরে ২৮তম বর্ধমান বইমেলার উদ্বোধনেও অব্যাহত রইল শাসক পক্ষের শরিকি তরজা।



উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বক্তব্য রাখতে উঠে বইয়ের প্রসঙ্গ থেকে সরে গিয়ে কংগ্রেসের প্রতি তীব্র আক্রমণ শানাতে তিনি বইমেলার মঞ্চকে বেছে নিলেন।

কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে মদনবাবু বলেন, দীপা দাসমুন্সির নাম মুখে আনতেও ঘৃণা করে।

এরপর বর্তমানে কঠিন রোগে আক্রান্ত বাক ও চলৎশক্তি রহিত ভারতের সাবেকমন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সির প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, নিজের স্বামীকে হত্যার চক্রান্ত করেছিলেন দীপা দাসমুন্সি। নিজের স্বামীর অপারেশন করাতে দেননি। আর নিজে বেশ সেজেগুজে ঘুরে বেড়াচ্ছেন। বাংলার মানুষ সব দেখছেন।

কংগ্রেসের বর্তমানে সাংসদ দীপা দাসমুন্সির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে ক্রীড়ামন্ত্রী বলেন, ক্ষমতা থাকলে উনি পদত্যাগ করুন। ভোটে দাঁড়িয়ে দেখছি জোট ছাড়া কেমনভাবে উনি জেতেন।

শুধু তাই নয়, নিজের সহকর্মী, রাজ্য সরকারের পানিসম্পদ উন্নয়ন মন্ত্রী ও কংগ্রেস নেতা মানস ভুঁইয়াকেও নিজের কড়া বাক্যবাণে বিদ্ধ করেছেন তিনি।

সাবেক বামফ্রন্ট সরকারের আমলে বর্ধমানে মঙ্গলকোটে সিপিএম কর্মীদের হাতে `মার` খাওয়ার সময় মানস ভূইঁয়া প্রথমে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ‘স্যার বাঁচান’ বলে ফোন করেছিলেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সিপিএমকে পঞ্চায়েত ভোটে জিতিয়ে দিতেই কংগ্রেস চক্রান্ত করছে। মানস বাবু নিজেই সবং-এ ঢুকতে পারতেন না। ওনার জেনে রাখা উচিত, কংগ্রেস সমর্থন প্রত্যাহার করলে বাংলার সরকার পড়বে না কিন্তু আমরা সমর্থন প্রত্যাহার করলে কেন্দ্রের সরকার পরে যাবে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।