ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কুৎসার জবাব দিতে তৃণমূলের সভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১২

কলকাতা: এবার প্রকাশ্য জনসভা করে কংগ্রেস ও সিপিএমের কুৎসার জবাব দিতে চলেছে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল। এই উদ্দেশ্যে আগামী ৯ জানুয়ারি কলকাতার ধর্মতলার রানী রাসমনি রোডে তৃণমূল যুব কংগ্রেস সভা ডেকেছ।



তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শুভেন্দু অধিকারীকে এই সভার দায়িত্ব দেওয়া হয়েছে।

তৃণমূলের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, গত কয়েকদিন ধরে কৃষকদের সমস্যা, লোকপাল বিল, ইন্দিরা ভবনের নাম পরিবর্তন প্রভৃতি ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক আক্রমন হেনে চলেছে সরকারের অন্যতম শরিক কংগ্রেস ও প্রধান বিরোধী দল সিপিএম। এর জবাব দিতেই ওই দিন বেলা ১টার সময় এই সভার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।