ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শুরু হয়েছে ভারতে দ্বিতীয় বৃহত্তম গঙ্গাসাগর মেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১২

কলকাতা: ভারতে দ্বিতীয় বৃহত্তম গঙ্গাসাগর মেলা সোমবার থেকে শুরু হয়েছে । গত কয়েক দিন ধরেই দক্ষিণ ২৪ পরগণার প্রান্ত সীমা গঙ্গাসাগর দ্বীপে ভিড় জমিয়েছেন হিন্দু পূণ্যার্থীরা।



তবে হঠাৎ করেই প্রবল বৃষ্টির কারণে গঙ্গাসাগরে যেতে অসুবিধায় পড়তে হচ্ছে পূণ্যার্থীদের। মাঠের বিভিন্ন জায়গায় জমে রয়েছে পানি।

এছাড়া ছাওনি তৈরিতেও একশ’ শতাংশ কাজ সম্পূর্ণ করতে ব্যর্থ হয়েছে বলে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আগত পূণ্যার্থীরা।

তবে বৃষ্টিকে উপেক্ষা করে গত কয়েক দিনের মতো এদিনও সাগরে পূণ্যার্থীদের আসার কোনও ভাটা চোখে পড়েনি।

এদিকে সাগরের মেলা উপলক্ষে অতিরিক্ত বাস ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন নিত্যযাত্রীরা।

এছাড়া ভেসেলের অভাবে রীতিমত লাইন দিয়ে টিকিট কাটতে হচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।

এরই মধ্যে জেলা প্রশাসনের কাছে ডেপুটেশনও জমা দেওয়া হয়েছে। তবে বাস মালিকদের অতিরিক্ত ভাড়া না নেওয়া জন্য এরই মধ্যে সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বছর মেলা উপলক্ষে সাগরে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হবে আশা করছে রাজ্য সরকার।

এরই মধ্যে নিরাপত্তা সংক্রান্ত বিষয় দেখার জন্য জেলা পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। থাকছে উপকূলরক্ষী বাহিনীও।

এদিন থেকেই শুরু হয়েছে নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি। এদিন ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১ হাজার ২শ’ স্বেচ্ছাসেবক আনা হয়েছে মেলায়। এছাড়াও অতিরিক্ত প্রায় ২শ’ স্থানীয় স্বেচ্ছাসেবকও থাকছে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।