ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ছাত্র সংসদ নির্বাচন: এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ শিক্ষা মন্ত্রক

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গের ছাত্র সংসদ নির্বাচনে ক্রমবর্ধমান হিংসা রুখতে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে রাজ্যের শিক্ষা মন্ত্রক।

এ নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উচ্চ শিক্ষা সংসদের চেয়ারম্যান সুগত মারজিতের সঙ্গে একটি বৈঠক করেন।

সেখানেই এ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বৈঠক সূত্রে জানা গেছে, রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সময় অশান্তি রুখতে নির্বাচন কমিশনকে কোনওভাবে কাজে লাগানো যায় কি-না, এখন সেটাই খতিয়ে দেখছে উচ্চ শিক্ষা দফতর।

বৈঠকে ঠিক হয়েছে, সুগত মারজিত এ বিষয়ে নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। খতিয়ে দেখা হবে, ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত ভারত সরকারের গঠিত লিংডো কমিটির সুপারিশগুলোও।

এদিকে, ছাত্র সংসদ নির্বাচনে অশান্তি এড়াতে আগামী ১৭ জানুয়ারি কলকাতায় উচ্চ শিক্ষা সংসদের সদর দফতর বিকাশ ভবনে একটি বৈঠক ডাকা হয়েছে।
বৈঠকে সব ছাত্র সংগঠনের প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

দুপুর ২টা থেকে ওই বৈঠক শুরু হবে। ছাত্র সংসদ ভোটের সময় শিক্ষাপ্রতিষ্ঠানে হিংসা রুখতে উচ্চ শিক্ষা দফতর যে রূপরেখা নিয়েছে, তাও ছাত্র সংগঠনের প্রতিনিধিদের কাছে বলা হবে। তা নিয়ে প্রতিনিধিদের মতামত নেবে উচ্চ শিক্ষা দফতর। ওই মতামত মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জিকে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।