ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের ৫ রাজ্যে কংগ্রেস, বিজেপির বিরুদ্ধে লড়াই করবে তৃণমুল

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১২

কলকাতা: রাজ্যে ও দিল্লিতে জোটে কংগ্রেসর সঙ্গে থাকলে ভারতের আসন্ন ৫ রাজ্যের নির্বাচনে তৃণমুল একই লড়বে। এক্ষেত্রে তারা কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধেও প্রার্থী দেবে।



গত মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়। বুধবার এই তালিকা ঘোষিত হতে পারে।
 
তৃণমুল সুত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ঠিক হয়েছে উত্তরপ্রদেশে ১৩০ থেকে ১৪০টি, মনিপুরে ৪২টি, গোয়ায় ৩০টি, পাঞ্জাবে ২৫টি এবং উত্তরাখণ্ডে ৩০টি আসনে লড়বে দল। ৫ রাজ্যেও বাকি আসনগুলিতে তারা অকংগেস, অবিজেপি আঞ্চলিক দলগুলিকে সমর্থন করা হতে পারে।

এই ৫ রাজ্যে দলের নির্বাচনী কৌশল ঠিক করার জন্য ২ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুকুল রায়, সুলতান আহমেদ এবং দলীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, কেডি সিংকে নিয়ে একটি কমিটি গড়া হয়েছে।

সুত্র আরও জানিয়েছে, এই ৫ রাজ্যেই প্রচারণার জন্য মমতা ব্যানার্জিকে যেন পাঠানো হয় তা সংশ্লিষ্ট রাজ্যগুলির নেতারা আর্জি জানিয়েছেন। তিনি না যেতে পারলেও শীর্ষ নেতারা প্রচারণায় অংশ নেবেন।

রাজনৈতিকমহল মনে করছে, ৫ রাজ্যেও বাঙালি ও সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভাকেন্দ্র গুলিকে টার্গেট করেছে তৃণমুল। দলকে জাতীয়স্তওে প্রতিষ্ঠা করার লক্ষে।

নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সাংসদ সুলতান আহমেদ জানিয়েছেন,সামনের সপ্তাহে ৫ রাজ্যেও নির্বাচনী প্রচারণার কর্মসূচি চূড়ান্ত হবে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘন্টা, জানুয়ারি ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।