ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশকে ১ শ’ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার ঘোষণা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

শামীম খান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২

আগরতলা থেকে: ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের ভারি যন্ত্রাংশ আনতে  নৌপথ ও সড়ক পথ ব্যবহার করতে দেওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

সেই সঙ্গে তিনি এই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের ১ শ’ মেগাওয়াট বাংলাদেশকে দেওয়ার ঘোষণা দিয়েছেন।



মানিক সরকার বৃহস্পতিবার আসাম রাইফেলস মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘোষণা দেন।

তিনি বলেন, পালাটানা বৃহৎ বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি বিদেশ থেকে আনা হয়েছে। এই যন্ত্রাংশ আনা ছিলো খুবই দুরহ। বাংলাদেশ নৌ ও সড়ক পথ ব্যবহার করার সুযোগ দিয়ে দারুণ সহযোগিতা করেছে।

এ জন্য ত্রিপুরার মানুষ কৃতজ্ঞ। এই বিদ্যুৎ কেন্দ্রে ৭২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। এর থেকে ত্রিপুরা পাবে ১৯৬ মেগাওয়াট।

মানিক সরকার বলেন, ‘এখানে উৎপাদিত বিদ্যুতের ব্যাপারে বাংলাদেশের একটি অনুরোধ ও আবেদন আছে। তাদের সেই অনুরোধ আমাদের রাখতে হবে। যদি আমাদের ভারত সরকারের দিক থেকে কোনো আপত্তি না থাকে তাহলে আমাদের প্রাপ্য থেকে বাংলাদেশকে ১শ’ মেগাওয়াট বিদ্যুৎ দিতে পারবো। ’

মানিক সরকার লাভ-লোকসানের উর্দ্ধে উঠে ভারতের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, ‘লাভের কথা চিন্তা না করে কম লাভ হলেও প্রতিবেশীর কথা চিন্তা করে বিনিয়োগ করুন। ’

পাশাপাশি বাংলাদেশের ব্যবসায়ীদের ত্রিপুরায় বিনিয়োগ করার আহ্বানও জানান তিনি।

তিনি বলেন, ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের ব্যবসায়ীদের বিনিয়োগে প্রতিবন্ধিকতা যাতে না থাকে সে ব্যবস্থা নিতে হবে।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক ভারত, বাংলাদেশ ও পৃথিবীর কোনো কোনো শক্তি ভালো চোখে দেখছে না। এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, প্রতিরোধের দুর্গ গড়ে তুলতে হবে। বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উচু করে দাঁড়াবে এই প্রত্যাশা করছি। ’

বক্তৃতার শুরুতে মানিক সরকার মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, বাংলাদেশের যারা জীবন দিয়েছেন, ত্রিপুরার যারা জীবন দিয়েছেন, ত্রিপুরা ছাড়াও ভারতের সীমান্ত রাজ্যগুলোতে পাকিস্তানি আক্রমণে যারা শহীদ হয়েছেন সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। ’

বাংলাদেশ সময়: ২০৫০ ঘন্টা, জানুয়ারি ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।