ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আসানসোলে ট্রেনে গুলিবিদ্ধ ২ কোচ অ্যাটেন্ডেন্ট : মৃত ১

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১২

কলকাতা : পশ্চিমবঙ্গের আসানসোলের কাছে চলন্ত ট্রেনের ভেতরে গুলিবিদ্ধ হলেন দু’জন কোচ অ্যাটেন্ডেন্ট। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, অন্যজন গুরুতর আহত।

শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়া-জম্মুতাওয়াই হিমগিরি এক্সপ্রেসের এ-ওয়ান বগিতে।

রেল সূত্রে খবর, এ-ওয়ান বগির দরজার কাছে দু’জন যাত্রী বসেছিলেন। হাওড়া থেকে ট্রেন ছাড়ার পরই ওই দু’যাত্রীর সঙ্গে বচসা হয় কোচ অ্যাটেন্ডেন্টদের। সম্ভবত ওই বচসার জেরেই ঘটনাটি ঘটেছে বলে অনুমান রেল  পুলিশের। আসানসোলের কাছে ওই দু’ অ্যাটেন্ডেন্টকে গুলি করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের।

মৃতের নাম রামসাগর ঠাকুর। আশঙ্কাজনক অবস্থায় আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে অপর অ্যাটেন্ডেন্ট গণেশ সাউকে।

এই ঘটনার জেরে শনিবার ভোর ৩টা ১৭ মিনিট থেকে ৪টা ৫৫ মিনিট পর্যন্ত আসানসোল স্টেশনেই আটকে থাকে হিমগিরি এক্সপ্রেস। ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল জিআরপি।

জিআরপি সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে মদের বোতল উদ্ধার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

বাংলাদেশ সময় : ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।