ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সুভাষ চন্দ্রের জন্মদিন ‘দেশপ্রেম দিবস’

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১২
সুভাষ চন্দ্রের জন্মদিন ‘দেশপ্রেম দিবস’

কলকাতা: বিগত বছরের মতো এবারো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গে ‘দেশপ্রেম দিবস’ হিসাবে পালন করবে রাজ্য সরকার। এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সিদ্ধান্তে খুশি রাজ্যের বিরোধি বামফ্রন্টের শরিক দল ফরওর্য়াড ব্লক।



বাম শরিক ফরওর্য়াড ব্লকই কেন্দ্রীয়ভাবে নেতাজি জন্মোৎসব কমিটির মাধ্যমে ওই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা।

মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে এই স্বাগত জানিয়েছেন দলটির প্রবীণ রাজ্য সম্পাদক অশোক ঘোষ। সেই সঙ্গে মমতাকেই ২৩ জানুয়ারির অনুষ্ঠানে প্রধান বক্তা হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

‘দেশপ্রেম দিবস’ উদযাপনের আপাত-নিরীহ সিদ্ধান্তের মাধ্যমে মমতা একইসঙ্গে দুটি ‘রাজনৈতিক বার্তা’ দিয়েছেন।

অন্যদিকে, কেন্দ্রের কংগ্রেস নেতৃত্বাধীন সরকার যেখানে এখনো ‘দেশপ্রেম দিবসে’র দাবি মেনে নেয়নি, সেখানে মমতা দেখালেন, তিনি মনীষীদের প্রতি ‘শ্রদ্ধাজ্ঞাপনে’ ভিন্ন পথের পথিক।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের তথ্য-সংস্কৃতি সচিব নন্দিনী চক্রবর্তী ফরওর্য়াড ব্লক দফতরে ফোন করে সরকারি সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এদিকে, তাদের সঙ্গে একমঞ্চে মমতা বক্তা হলে কি ফ্রন্টে নতুন বিতর্ক তৈরি হবে না? এই প্রশ্নের উত্তরে অশোক ঘোষ বলেছেন, বামফ্রন্টের আগেও যারা মুখ্যমন্ত্রী ছিলেন, তারা এই অনুষ্ঠানে আসতেন। এটাই রীতি।

বুধবারই কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়তে দলের যুব সংগঠন যুব লিগের অবস্থানে মূল বক্তা অশোক ঘোষ। রাজ্য সরকারের সিদ্ধান্তকে এই মঞ্চ থেকেই প্রকাশ্যে স্বাগত জানাবেন তিনি।

বাংলাদেশ সময় : ১৩১৫ ঘণ্টা, ১৮ জানুয়ারি ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।