ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দুই বাংলার নারীদের নিয়ে রিয়েলিটি শো ‘অদ্বিতীয়া’

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১২
দুই বাংলার নারীদের নিয়ে রিয়েলিটি শো ‘অদ্বিতীয়া’

কলকাতা: এপার বাংলা ও ওপার বাংলার নারীদের নিয়ে আয়োজিত রিয়েলিটি শো ‘মিস ও মিসেস অদ্বিতীয়া’ উদ্বোধন করলেন কলকাতার বিশিষ্ট বিউটিশিয়ান কেয়া শেঠ। এনিয়ে কলকাতার প্রেসক্লাবে হয়ে গেল একটি সংবাদ সম্মেলন।

কলকাতার বাংলা টিভি চ্যানেল  ‘চ্যানেল টেন’ এই রিয়েলিটি শো প্রর্দশিত হবে।

বুধবার সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন চিত্র পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়, মডেল মাধবীলতা ও পূজা গুপ্ত।

সংবাদ সম্মেলনে জানানো হয়, খুব শিগগির এই প্রতিযোগিতার জন্য বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নারীদের থেকে আবেদনপত্র আহ্বান করা হবে। এই প্রতিযোগিতার মাধ্যমে এপার বাংলা ও ওপার বাংলার আগ্রহী নারীদের বুদ্ধিমত্তা, প্রজ্ঞা ও সৌন্দর্য যাচাই করা হবে।

পশ্চিমবঙ্গের বিউটিশিয়ান কেয়া শেঠের তত্ত্বাবধানে প্রতিযোগী নারীদের গ্রুমিং করানো হবে।

পশ্চিমবঙ্গের কলকাতাসহ বিভিন্ন শহর ছাড়াও বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে প্রতিযোগী বাছাই পর্ব অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।