ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তিনবিঘা করিডোরে সিসি ক্যামেরা বসাচ্ছে বিএসএফ

রক্তিম দাশ. ব্যুরো চিফ. কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১২
তিনবিঘা করিডোরে সিসি ক্যামেরা বসাচ্ছে বিএসএফ

কলকাতা : ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রুখতে এবার তিনবিঘা করিডোরে বসানো হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা)।

প্রশাসনিক সূত্র জানাচ্ছে, কোচবিহার জেলার মেখলিগঞ্জের তিনবিঘা করিডোরের ওপর দিয়ে যাতায়াতকারী যাত্রীদের গতিবিধির ওপর নজরদারি করা হবে এর সাহায্যে।



বিএসএফের উত্তরবঙ্গের আইজি এসকে সুদ বলেছেন, এই সীমান্তকে কড়া নজরদারিতে আনার জন্য আপতত ৪টি সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসএফ’র একটি সূত্র জানাচ্ছে, তারা মনে করছেন গত বছরের ১৯ অক্টোবর থেকে তিনবিঘা ২৪ ঘণ্টা খুলে দেওয়ার পর চোরাচালান ব্যাপক আকারে বেড়ে গেছে। এরফলে করিডোরের নিরাপত্তা এখন প্রশ্নবিদ্ধ।

তাদের জরিপ অনুযায়ী গত তিন মাসে এই সীমান্তে ৬ জন গরু পাচারকারী, ২ জন গাঁজা পাচারকারিসহ ৩২ জন চোরাচালানিকে গ্রেফতার করা হয়েছে।

এই সীমান্তে বসবাসকারি ভারতীয় নাগরিকদের অভিযোগ- সীমান্তের বেশিরভাগ এলাকায় কাঁটাতারের বেড়া না থাকা ও ২৪ ঘন্টা করিডোর খোলার কারণে চোরাচালান বেড়ে গেছে ব্যাপকভাবে।

এর মধ্যে এই সীমান্তের মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা, জামালদহ, ভোটবাড়ীসহ বেশ কয়েকটি এলাকায় এখন বিদ্যুৎ এসে পৌঁছায়নি। এরফলে চোরাচালান বাড়ছে।

উত্তরবঙ্গের আইজি এসকে সুদ বলেছেন, সীমান্ত বরাবর আলোকস্তম্ভ বসানোর ব্যবস্থা হচ্ছে। এর পাশাপাশি সীমান্তের মানুষজনের সঙ্গে বিএসএফ জওয়ানদেরও সুসম্পর্ক গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তার মতে, সুসম্পর্ক থাকলেই এই চোরাচালান রোধ করা সম্ভব।
অন্যদিকে জলপাইগুড়ি সেক্টরের বিএসএফের ডিআইজি গজেন্দ্র সিং এবং করিডোরে দায়িত্বে থাকা ১৭ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার হরদীপ সিং জানান, পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ শুরু হয়েছে।

বন্ধ হয়ে যাওয়া কুচলিবাড়ী ও তিনবিঘা করিডোরের এলাকার কাঁটাতারের বেড়া দেওয়ার কাজও শুরু হয়েছে।

বাংলাদেশ সময় : ১১৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।