ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

৫ দফা দাবিতে ‘আমরা বাঙ্গালীর’ সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
৫ দফা দাবিতে ‘আমরা বাঙ্গালীর’ সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলন/ ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ৫ দফা দাবিতে শনিবার (১৬ জানুয়ারি) আগরতলায় সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘আমরা বাঙালী’।

রাজ্যের রাজধানীর ধলেশ্বেরস্থিত দলের অফিসে আয়োজিত এই প্রেসমিটে সচিব গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, ত্রিপুরা রাজ্যে আবার নতুন করে উগ্রবাদীরা জেগে উঠছে।

এর অন্যতম দৃষ্টান্ত হচ্ছে উত্তর জেলার দামছড়া থেকে ক্ষুদ্র ব্যবসায়ী লিটন নাথকে অপহরণ ও খুন করা।

এর পরিপ্রেক্ষিতে আমরা বাঙালী ত্রিপুরা সরকারের কাছে ৫ দফা দাবি জানাচ্ছে। দাবিগুলো হলো- যারা লিটনকে অপহরণ ও খুন করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। মৃত লিটনের পরিবারকে এককালীন ২০ লাখ টাকা দেওয়া, সেই সঙ্গে তার পরিবারের যেকোনো এক  সদস্যকে সরকারি চাকরি দেওয়া, রাজ্যের প্রত্যন্ত এলাকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, পানিসাগরে পুলিশ ও জনতার সংর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, কে তাকে মেরেছে এখনো জানা যায়নি, তা খুঁজে বের করা। ব্রু রিয়াংদের কারণে উত্তর জেলার কাঞ্চনপুরে বহু বাঙালি বাড়িছাড়া হয়েছেন, তাদের সমস্যার স্থায়ী সমাধান করা।  

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
এসসিএন/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।