ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আজ শুরু ৩৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা

রক্তিম দাশ, কলকাতা ব্যুরো চিফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১২
আজ শুরু ৩৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা

কলকাতা: কলকাতার ইস্টার্ন বাইপাসের মিলন মেলা প্রাঙ্গণে আজ শুরু হচ্ছে ৩৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা।

এদিন বিকেল ৩টায় এই মেলার উদ্বোধন করবেন ইতালির বিশিষ্ট সাহিত্যিক বেপ্পে সেভারন্যিনি।

প্রধান অতিথি থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সম্মানীয় অতিথি থাকবেন কথা সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়।

এদিনের অনুষ্ঠানে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুবসেলার্স গিল্ড।

এবারের মেলায় থিম ক্যান্ট্রি ইতালি। বইমেলার প্রবেশ পথের বেশকয়েকটি গেট এবার ইতালির বিভিন্ন স্থাপনার আদলে নির্মিত হয়েছে। স্বামী বিবেকানন্দর সার্ধশতবর্ষ উপলক্ষে এবার তার নামেও থাকছে একটি মণ্ডপ। শিশুদের জন্য থাকছে সুকমার শিশু মণ্ডপ।

এবার মেলার বাড়ত আকর্ষণ ‘কলকাতা সাহিত্য উৎসব’। জয়পুর সাহিত্য উৎসবরে মতো আগামী ২৬ জানুয়ারি থেকে ৬ দিনের জন্য এই উৎসব চলবে। এতে অংশ নেবেন দেশ বিদেশের লেখক ও সাহিত্যিকরা। এই উৎসববেরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রীর লেখা ২টি বইয়ের মোড়ক উন্মোচন হবে। প্রকাশিত হবে বুকস ইন প্রিন্ট ও বেপ্পে সেভারন্যিনির চোখের আলোয় ইতালি গ্রন্থটি।

এবারের বইমেলায় কলকাতার ও ভারতের বিভিন্ন রাজ্যের প্রকাশকরা ছাড়াও অংশ নিচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, ইন্দো ল্যাতিন আমেরিকান অ্যাসোসিয়েশান, লা অ্যাসোসিয়েশান ইন্দো ল্যাতিনোমিরিক্যানো, স্পেন, তুরস্ক, পেরু, চিন, অ্যাপেল পাবলিশিং ইন্টারন্যাশানাল, জাপান, ইজরায়েল।

এবার বইমেলায় থাকছে বাংলাদেশ প্যাভেলিয়ান। সাড়ে ৩ হাজার স্কয়ার ফুটের এই প্যাভেলিয়ানটি এবার ঢাকা সিটি করপোরেশনের নগর ভবনের আদলে নির্মিত হয়েছে। বাংলাদেশে থেকে বেসরকারি ২২টি প্রকাশনা সংস্থা এবার অংশ নিচ্ছে। থাকছে বাংলা একাডেমীসহ ৬টি সরকারি সংস্থা।

এবারও বইমেলায় উদযাপিত হবে বাংলাদেশ দিবস। ৪ ফেব্রুয়ারি বিকাল ৩টায় ইউবিআই অডিটোরিয়ামে বাংলাদেশ উপহাইকমিশনের উদ্যোগে ‘বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে গ্রন্থ: পরিপ্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা। এতে অংশ নেবেন অধ্যাপক অজয় রায়, ঐতিহাসিক মুনতাসির মামুন ও প্রযুক্তিবিদ মোস্তাফা কামাল।

উল্লেখ্য, এবারের মেলাতেও কোনো প্রবেশ মূল্য থাকছে না। ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।